সরকার কেন্দ্রীয় মোটরযান (দ্বিতীয় সংশোধনী) বিধি, ২০২৬ জারি করেছে। এর লক্ষ্য জাতীয় সড়কের টোল প্লাজায় ব্যবহারকারী ফি প্রদানে শৃঙ্খলা আনা, ইলেকট্রনিক টোল সংগ্রহ ব্যবস্থার দক্ষতা বাড়ানো এবং টোল ফাঁকি রোধ করা। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, এই সংশোধনী জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষকে স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর টোল সংগ্রহ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে, যা দেশের মহাসড়ক নেটওয়ার্কের টেকসই উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন বিধি অনুযায়ী, কোনো যানবাহনের মালিকানা হস্তান্তর বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরের জন্য নো অবজেকশন সার্টিফিকেট (NOC) দেওয়া হবে না, যতক্ষণ না বকেয়া ব্যবহারকারী ফি পরিশোধ করা হয়। এছাড়াও , জাতীয় পারমিটের জন্য আবেদনকারী বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে কোন বকেয়া ব্যবহারকারী ফি না থাকা বাধ্যতামূলক করা হয়েছে ।
Site Admin | January 21, 2026 12:35 PM
সরকার কেন্দ্রীয় মোটরযান (দ্বিতীয় সংশোধনী) বিধি, ২০২৬ জারি করেছে।