সরকার আজ ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পাঞ্জাবে চারটি নতুন সেমিকন্ডাক্টর প্রকল্পের অনুমোদন দিয়েছে। নতুন দিল্লীতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো সাংবাদিকদের জানান, এজন্য খরচ ধরা হয়েছে ৪ হাজার ৫শো৯৪ কোটি টাকা। দেশে সেমিকন্ডাক্টর ও ইলেক্ট্রনিকস ক্ষেত্রে সরকার উন্নত পরিমন্ডল গড়ে তুলেছে। তিনি বলেন, গত ১১ বছরে দেশে বৈদ্যুতিন সামগ্রীর উৎপাদন ৬ গুন বৃদ্ধি পেয়েছে। মোবাইল ফোনের রপ্তানী ১২৭ গুন বেড়ে ২ লক্ষ কোটিতে পৌঁছেছে। সরকার দেশীয় কোম্পানী, স্টার্ট আপ সংস্থা এবং এম এস এম ই ক্ষেত্রগুলিকে চিপ ডিজাইনিং-এর কাজে উৎসাহ জোগাচ্ছে বলেও মন্ত্রী জানান।
শ্রী বৈষ্ণো বলেন, আজকের বৈঠকে ৫ হাজার ৮শো ১ কোটি টাকায় লক্ষ্ণৌ মেট্রোর চারবাগ থেকে বসন্তকুঞ্জের মধ্যে ফেজ ওয়ান বি-র জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। এই অংশে আগামী ৫ বছরের মধ্যে ১২টি স্টেশন নির্মানের কাজ সম্পূর্ণ করা হবে।
একই সঙ্গে অরুণাচল প্রদেশের শি ইয়োমি জেলায় ৭০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন টাটো–টু জলবিদ্যুৎ প্রকল্প আজ অনুমোদিত হয়েছে। ওই অঞ্চলে বিদ্যুতের সরবরাহ বাড়াতে এবং সামগ্রক উন্নয়নে আগামী ৬ বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, ভারতের জৈব জ্বালানী ৫০ শতাংশ ছাড়িয়ে গেছে যা এক উল্লেখযোগ্য অগ্রগতি।