কেন্দ্রীয় মন্ত্রীসভা, ক্ষুদ্র শিল্প ও উন্নয়ন ব্যঙ্ক- এসআইডিবিআই-কে পাঁচ হাজার কোটি টাকার ইক্যুইটি সহায়তা দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প – এমএসএমই ক্ষেত্রে ২৫ লক্ষ ৭৪ হাজার নতুন উপভোক্তা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
এই ইক্যুইটি সহায়তার ফলে ২০২৫ আর্থিক বছরের শেষে এমএসএমইগুলির আর্থিক সহায়তার পরিমাণ যেখানে ছিল ৭৬ লক্ষ টাকা, ২০২৮ সালের আর্থিক বছরের শেষে তা বেড়ে দাঁড়াবে এক কোটি টাকা।
২০২৫ সালের ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী , ৬ কোটি ৯০ লক্ষ এম এস এম ই তে ৩০ কোটি ১৬ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আনুমানিক গড় কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ১ কোটি ১২ লক্ষ। ২০২৭- ২৮ আর্থিক বছরের শেষে আরও এক কোটি ১২ লক্ষ কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, এসআইডিবিআই আর্থিক পরিষেবা সংক্রান্ত দপ্তরকে তিন দফায় এই ইক্যুইটি দেবে। প্রথম দফায় চলতি আর্থিক বছরে দেওয়া হবে তিন হাজার কোটি টাকা। এছাড়া পরবর্তী আর্থিক বছরে আরও এক হাজার এবং ২০২৭-২৮ আর্থিক বছরে বাকি এক হাজার কোটি টাকা দেওয়া হবে।
সরকার, অটল পেনশন যোজনার মেয়াদ ২০৩০-৩১ সাল পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছে। এই প্রকল্পের অধীনে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়ার জন্য তহবিল সম্প্রসারণের বিষয়েও অনুমোদন দেওয়া হয়েছে। অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের প্রবীণ বয়সে আয়ের সুরক্ষা নিশ্চিত করতে ২০১৫ সালের মে মাসে এই প্রকল্পের সূচনা হয়েছিল। নতুন দিল্লীতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, এই প্রকল্পের অধীনে উপভোক্তাদের দেয় অর্থের ওপর ভিত্তি করে ৬০ বছর বয়সের পর নূন্যতম দেড় হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন প্রদানের সুবিধা রয়েছে। এ যাবত ৮ কোটি ৬৬ লক্ষ উপভোক্তা এই প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করেছেন।