November 25, 2025 12:04 PM

printer

সরকারের তরফ থেকে জানানো হয়েছে চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত ৩০৬ লক্ষ হেক্টরেরও বেশি জমিতে রবি শস্যের ফলন হয়েছে

সরকারের তরফ থেকে জানানো হয়েছে চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত ৩০৬ লক্ষ হেক্টরেরও বেশি জমিতে রবি শস্যের ফলন হয়েছে। কৃষি মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে,  গত বছরের একই সময়ে ৬৮ দশমিক ১৫ লক্ষ হেক্টর জমির তুলনায় এবারে ৭৩ দশমিক ৩৬ লক্ষ হেক্টরেরও বেশি জমিতে ডাল শস্যের ফলন হয়েছে।

কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর আজ রবি শস্য উৎপাদনের অগ্রগতির রিপোর্ট প্রকাশ করেছে। ১৯ দশমিক ৬৯ লক্ষ হেক্টরেরও বেশি জমিতে শ্রী আন্না এবং মোটা শস্য চাষ করা হয়েছিল। তৈলবীজ বপন করা হয়েছিল প্রায় ৭৬ দশমিক ৬৪ লক্ষ হেক্টরেরও বেশি জমিতে।