মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 4, 2024 12:16 PM

printer

সরকারি ধান বিক্রয় কেন্দ্র গুলিতে ওজন নিয়ে  ক্ষোভ বা প্রশ্ন এড়াতে রাজ্য সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছে।

সরকারি ধান বিক্রয় কেন্দ্র গুলিতে ওজন নিয়ে  ক্ষোভ বা প্রশ্ন এড়াতে রাজ্য সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছে। এবার থেকে  যে   ই-পপ যন্ত্র  দিয়ে ধান মাপা হবে, তার সঙ্গে থাকবে ইলেকট্রনিক ওজনযন্ত্রও ।ধান বিক্রির পর ই-পপ যন্ত্র  থেকে বেরনো স্লিপে উল্লেখ থাকবে চাষি কী পরিমাণ ধান বিক্রি করলেন। ফলে আর সংশয়ের অবকাশ  থাকবে না।

এছাড়া ফড়েদের কাছে ধান বিক্রি বন্ধ করতে রাজ্য সরকার এবছর ধান বিক্রির তিন দিনের মধ্যেই চাষিদের অ্যাকাউন্টে টাকা মিটিয়ে দেওয়ায়র সিদ্ধান্ত নিয়েছে।  প্রত্যন্ত গ্রামাঞ্ছলের  থেকে ধান কেনার জন্য কৃষক সঙ্ঘ এবং সমবায়গুলিকেও  কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কৃষকবন্ধু পোর্টালে নাম  থাকলেই কৃষকেরা সহজেই ধান বিক্রির জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। নথিভুক্ত  নয় এমন বর্গাদাররাও ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করতে পারবেন। তবে তাঁদের জমি সংক্রান্ত স্ব-ঘোষণাপত্র দিয়ে নাম নথিভুক্ত  করতে হবে।