May 18, 2025 9:21 AM

printer

সরকারি খাস জমির বেআইনি হস্তান্তর আটকাতে রাজ্য সরকার বাংলার ভূমি পোর্টালটিকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি খাস জমির বেআইনি হস্তান্তর টকাতে রাজ্য সরকার বাংলার ভূমি পোর্টালটিকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। কোন জায়গায় কোন সরকারি দফতরের কত পরিমাণ জমি রয়েছেপোর্টালে তার সমস্ত তথ্য আপলোড করা হবে বলে সরকারি সূত্রে জানা গেছে। ফলে সাধারণ মানুষ পোর্টাল থেকে সরকারি জমির যাবতীয় খতিয়ান পেয়ে যাবেন। জমি কেনার সময় কেউ ঠকছেন কি না বা সরকারি জমির চরিত্র বদল করে বিক্রি করে দেওয়া হচ্ছে কি না, সেই সম্পর্কে ক্রেতারা স্পষ্ট ধারণা পাবেন।