সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ্য ভাতা ফের একবার মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে বলেছে সুপ্রিমকোর্ট এর দুই বিচারপতি সঞ্জয় কারল ও প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। আজ মামলার শুনানি চলাকালীন বিচারপতি সঞ্জয় কারল কর্মচারীদের ডি এ না দেওয়ার কারণ কি তা নিয়ে রাজ্যের আইনজীবিদের প্রশ্ন করেন এবং যতটা সম্ভব ডিএ মিটিয়ে দেওয়ার পক্ষে মত প্রকাশ করেন। বিচারপতি কারোল বলেন, মামলার নিষ্পত্তির পরে এ সংক্রান্ত বাকী বিষয়টি্র সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজ্যের পক্ষের আইনজীবী কপিল সিব্বল আদালতে বলেন, কত পরিমান ডিএ দিতে হবে সে সংক্রান্ত কোনো নির্দেশ ট্রাইব্যুনাল বা হাইকোর্ট কেউই দিতে পারেনা। এ ব্যাপারে ভেবেচিন্তে নির্দেশ দেওয়ার আবেদন জানান শ্রী সিব্বাল।
এদিন রাজ্যের পক্ষে সুপ্রিমকোর্টে যে তিনজন আইনজীবী সওয়াল করেন, তাঁদের প্রত্যেকেরই বক্তব্য, ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয়।রাজ্য সরকার আলোচনার ভিত্তিতে নিজের সাধ্যমত মহার্ঘভাতা কর্মচারিদের দিতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্য নিজেদের সামর্থ্য মত ডিএ দেয় বলেও আইনজীবিরা জানান।
আগামীকাল ফের শুনানি হবে এই মামলার।