সরকারি আবাসনের কোয়ার্টার পেতে হলে রাজ্য সরকারি কর্মীদের এবার থেকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। আবাসন দপ্তর ইতিমধ্যেই এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, অফলাইনে আর কোনও আবেদন গ্রহণ করা হবে না। সরকারি কর্মীরা এখন থেকে আবাসন দপ্তরের পোর্টালে আবেদন করতে পারবেন।
কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি কর্মীদের জন্য কোয়ার্টার রয়েছে। এতদিন পর্যন্ত নির্দিষ্ট ফর্ম পূরণ করে, অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে অফলাইনে আবেদন জমা দিতে হতো।