সরকারবিরোধী আন্দোলনে নিহত ‘জেন জি বিক্ষোভকারীদের মৃত্যুতে নেপাল আজ শোক পালন করবে। দুর্নীতির অভিযোগ এবং সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার বিরুদ্ধে ‘জেন জি গ্রুপের নেতৃত্বে দেশব্যাপী বিক্ষোভে নিহত সকলের স্মরণে সরকার ১৭ সেপ্টেম্বরকে শোক দিবস হিসেবে ঘোষণা করেছে। গত রবিবার প্রধানমন্ত্রী সুশীলা কার্কি দায়িত্ব গ্রহণের পর বলেছেন যে ৮ এবং ৯ সেপ্টেম্বর ‘জেন জি বিক্ষোভে নিহতদের “শহীদ” ঘোষণা করা হবে।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রক এই দুদিন নিহতদের সম্মানে সরকারি ছুটি ঘোষণা করেছে। সরকারি অফিস, নেপালি দূতাবাস এবং বিদেশে অবস্থিত মিশনগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন।