January 2, 2026 7:42 PM

printer

সম্প্রতি একটি সমাজ মাধ্যমের পোস্টে দাবি করা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক নাকি চলতি ৫০০ টাকার নোট আগামী মার্চ মাসের মধ্যে বাতিল করে দিচ্ছে

সম্প্রতি একটি সমাজ মাধ্যমের পোস্টে দাবি করা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক নাকি চলতি ৫০০ টাকার নোট আগামী মার্চ মাসের মধ্যে বাতিল করে দিচ্ছে।কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এটি সম্পূর্ণ ভুয়ো খবর।প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিটের বক্তব্য, এ খবরের কোনও ভিত্তি নেই।রিজার্ভ ব্যাঙ্ক এ ধরনের কোনও সিদ্ধান্ত নেয়নি। পাঁচশো টাকার বর্তমান নোট যথারীতি বহাল থাকছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।