সমাজ মাধ্যমে ইনফ্লুয়েন্সার বা নেট প্রভাবিরা, নিজেদের কন্টেন্ট তৈরী করার জন্য বাক-স্বাধীনতাকে রক্ষাকবচ হিসেবে ব্যবহার করতে পারবেন না বলে, সুপ্রিম কোর্ট জানিয়েছে।
শীর্ষ আদালতের দুই বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচী জানিয়েছেন, নেট প্রভাবিরা নিজেদের বক্তব্যের বাণিজ্যিকিকরণ করেন। সেক্ষেত্রে কোনো কন্টেন্ট বাণিজ্যিক বা নিষিদ্ধ বক্তৃতার আওতায় পড়লে, সেটির জন্য বাক-স্বাধীনতার অধিকার প্রযোজ্য হবেনা। ভবিষ্যতে এধরণের কন্টেন্ট তৈরী করলে, আর্থিক জরিমানা করা হতে পারে বলে শীর্ষ আদালত জানিয়েছে। একইসঙ্গে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ’ও দিয়েছেন বিচারপতিরা।
উল্লেখ্য, সম্প্রতি একটি কমেডি শো-এ, বিশেষভাবে সক্ষমদের নিয়ে কিছু কুরুচিকর মন্তব্য, কৌতুকের ছলে করা হয়। কিন্তু রসিকতার মধ্যে সংবেদনশীলতার অভাব রয়েছে বলে, এর বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করে একটি সংস্থা।