মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 19, 2024 11:24 AM

printer

সমস্ত গাড়ির সামনের কাঁচের ওপর ফাস্ট ট্যাগ লাগানো থাকবে না তাদের দ্বিগুণ টোল দিতে হবে বলে জানিয়েছে NHAI

জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ, NHAI এখন থেকে যে সমস্ত গাড়ির সামনের কাঁচের ওপর ফাস্ট ট্যাগ লাগানো থাকবে না তাদের দ্বিগুণ টোল দিতে হবে বলে জানিয়েছে। NHAI এর তরফে জানানো হয়েছে ইচ্ছাকৃতভাবে ফাস্ট ট্যাগ না লাগানোয়, জাতীয় সড়কের ওপর টোল প্লাজা গুলিতে অনাবশ্যক যানজট তৈরি হচ্ছে। এই বিষয়ে টোল আদায়কারী সংস্থাগুলিকে শীঘ্রই সাধারণ মান্য কার্যবিধি পাঠানো হবে। এখন দেশের প্রায় ৪৫ হাজার কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক এবং এক্সপ্রেসওয়েগুলির ওপর, প্রায় এক হাজারটি টোল প্লাজা রয়েছে।