মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 6, 2025 9:02 PM

printer

সমবায়, কৃষি, গ্রামীণ শিল্পোদ্যোগ, এবং দুগ্ধ শিল্পের সঙ্গে যুক্ত দেশের ১০ কোটিরও বেশি মানুষ জিএসটি সংস্কারের ফলে বিশেষভাবে উপকৃত হবেন।

সমবায়, কৃষি, গ্রামীণ শিল্পোদ্যোগ, এবং দুগ্ধ শিল্পের সঙ্গে যুক্ত দেশের ১০ কোটিরও বেশি মানুষ জিএসটি সংস্কারের ফলে বিশেষভাবে উপকৃত হবেন। মবায় মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ঐতিহাসিক এই সংস্কার সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করবে, প্রতিযোগিতা বাজারে পণ্যের মান ও চাহিদা বৃদ্ধি করবে, এবং  সমবায় ক্ষেত্রগুলির আয়ও বাড়বে। কৃষি ক্ষেত্রে জিএসটি হার কমার ফলে কৃষকরা বিশেষভাবে উপকৃত হবেন।  

মাখনঘি এবং এই জাতীয় পণ্যের ওপর জিএসটি  ১২ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। লোহাইস্পাত বা অ্যালুমিনিয়ামের তৈরি দুধের পাত্রের ওপরও জিএসটি হ্রাস পেয়ে ১২ থেকে ৫ শতাংশে হয়েছে।