সবরকম সন্ত্রাসের মোকাবিলায় আরো ঐক্যবদ্ধ প্রয়াস তীব্র করার জন্য, ভারত বিশ্ব সমাজকে আহ্বান জানিয়েছে। নতুন দিল্লি বলেছে, সন্ত্রাসবাদী গোষ্ঠী পাকিস্তান রাষ্ট্র ও উগ্রপন্থার মধ্যে অশুভ যোগাযোগের বিষয়ে, সারা বিশ্বই ওয়াকিবহাল।
আজ নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল, পাকিস্তানের জঙ্গী গোষ্ঠীগুলিকে নিয়ে তৈরী সাম্প্রতিক ভিডিও বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, যে প্রত্যেক দেশের উচিত সীমান্ত পাড়ের সন্ত্রাসবাদকে প্রতিহত করতে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। ব্রিকস, SCO বা অন্য যেকোন আন্তর্জাতিক মঞ্চের প্রত্যেকটি নথিতেই বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই-এ জোরদার সহযোগিতার কথা বলা হয়েছে।
সুশীলা কারকির নেতৃত্বে নেপালে নতুন অন্তর্বর্তী সরকার গঠনকে ভারত স্বাগত জানায় বলে শ্রী জয়সওয়াল উল্লেখ করে বলেন যে শ্রীমতী কারকির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হৃদ্যতাপূর্ণ কথাবার্তা হয়েছে।