সফরের সময় প্রধানমন্ত্রী মোদিকে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান The Great Honour Nishan of Ethiopia প্রদান করেন দেশটির প্রধানমন্ত্রী ড. আবি আহমেদ আলি।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ইথিওপিয়ার সংসদের যৌথ অধিবেশনে ভাষণ শেষে প্রধানমন্ত্রী মোদি, আহমরিক ভাষায় “দেনা হুনু” অর্থাৎ “বিদায়” বলেন। ইথিওপিয়া সফরে প্রধানমন্ত্রী মোদি ও প্রধানমন্ত্রী ড. আবি আহমেদ আলি বাণিজ্য ও বিনিয়োগ, উদ্ভাবন, প্রযুক্তি, প্রতিরক্ষা, স্বাস্থ্য, সক্ষমতা বৃদ্ধি এবং বহুপাক্ষিক সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা করেছেন। তারা খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা, সুস্থায়ী কৃষি, প্রাকৃতিক চাষ ও কৃষি প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর ব্যপারেও সহমত হয়েছেন।