মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 8, 2024 2:45 PM

printer

সন্দেশখালির হিংসা নিয়ে CBI তদন্তের বিরোধিতা করে রাজ্য সরকারের আবেদন সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিয়েছে।

সন্দেশখালির হিংসা নিয়ে CBI তদন্তের বিরোধিতা করে রাজ্য সরকারের আবেদন সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিয়েছে। বিচারপতি বি. আর. গাভাই ও বিচারপতি কে. ভি. বিশ্বনাথনের বেঞ্চে আজ এই মামলার শুনানি হয়। বিচারপতি গাভাই প্রশ্ন তোলেন, কিছু ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য রাজ্য কেন আবেদনকারী হবে। জবাবে পশ্চিমবঙ্গ সরকারের তরফে আইনজীবী জয়দীপ গুপ্ত বলেন, সবরকম ব্যবস্থা নেওয়া সত্ত্বেও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। রাজ্যের পক্ষে সওয়ালকারী প্রবীণ আইনজীবী ডক্টর অভিষেক মনু সিংভির কথায়, হাইকোর্টের নির্দেশে শুধু যৌন নির্যাতন এবং জমি দখল নয়, রেশন কেলেঙ্কারির মত অন্যান্য বিষয়কেও অন্তর্ভুক্ত করা হয়। যেখানে রেশন দুর্নীতির ব্যাপারে ৪৩ টি এফআইআর দায়ের হয়েছে। তবে তাঁদের এই সওয়ালে বেঞ্চ সন্তুষ্ট হননি। সিবিআই তদন্তের বিরোধিতা করে রাজ্যের আবেদন খারিজ করে দেন তাঁরা।

উল্লেখ্য, সন্দেশখালিতে মহিলাদের যৌন হেনস্থা এবং আদিবাসীদের জমি জোর করে কেড়ে নেওয়ার ব্যাপারে সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে নিজে থেকে মামলাটি গ্রহণ করে কলকাতা হাইকোর্ট।