সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান নিয়ে কূটনৈতিক প্রচারের জন্য কেন্দ্রের তৈরি ৭টি প্রতিনিধি দলের মধ্যে DMK সাংসদ কানিমোড়ির নেতৃত্বাধীন দলটি আজ রাশিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতির কথা তুলে ধরেছে। মস্কোতে ভারতীয় দূতাবাসে এক যৌথ সাংবাদিক সম্মেলনে কানিমোড়ি বলেন, পেহেলগাঁও-এ হামলাকারী জঙ্গিরা পাকিস্তান থেকে ভারতে ঢুকেছিল। এদিকে, জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা-র নেতৃত্বাধীন দলটি জাপানে প্রথম পর্যায়ের সফর শেষে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা হয়েছে।
কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে আজ একটি দল গায়না, মার্কিন যুক্তরাষ্ট্র, পানামা, ব্রাজিল এবং কলম্বিয়া এই পাঁচ দেশ সফরে রওনা হয়েছে।