সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করতে এবং অপারেশন সিন্দুর নিয়ে সকলকে অবহিত করার জন্য বিভিন্ন দেশে ভারতের গঠিত সাতটি সর্বদলীয় প্রতিনিধি দলের প্রথমটি আজ চার দেশ সফরে রওনা হবে। শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বে এই দলটি সংযুক্ত আরব-আমীরসাহী, লাইবেরিয়া, গণতান্ত্রিক কঙ্গোপ্রজাতন্ত্র এবং সিয়েরা লিয়নে যাবেন।
এদিকে, কেন্দ্রের সংসদীয় প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগ দেওয়ার জন্য দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছে। এর আগে মনোনীত সাংসদ ইউসুফ পাঠানের নামে দল আপত্তি জানানোয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। সেখানেই অভিষেকের নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের এই বিদেশনীতির প্রতি পূর্ণ সমর্থনের কথা মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন।