মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 12, 2025 9:04 AM

printer

সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, জৈব জ্বালানি ও পরিবেশ বান্ধব হাইড্রোজেনের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি পেলে ভারত জ্বালানি রফতানিকারক দেশ হয়ে উঠতে পারে

সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, জৈব জ্বালানি ও পরিবেশ বান্ধব হাইড্রোজেনের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি পেলে ভারত জ্বালানি রফতানিকারক দেশ হয়ে উঠতে পারে। পুনেতে গতকাল বিশ্ব জৈব জ্বালানি দিবস উপলক্ষে বায়ভার্স উদ্যোগের আওতায় এক অনুষ্ঠানে তিনি বলেন, জৈব জ্বালানি ক্ষেত্রে আসা পরিবর্তন, আমদানি হ্রাস এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধুমাত্র চিনি উৎপাদনে সীমাবদ্ধ না থেকে চিনি শিল্পগুলিকে ইথানল, জৈব জ্বালানি ও পরিবেশ বান্ধব হাইড্রোজেন উৎপাদনের ওপরেও নজর দিতে হবে। কৃষিজাত উৎপাদন থেকে স্বচ্ছ জ্বালানি তৈরি নিয়ে আরও গবেষণার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, কৃষি বর্জ্যকে জৈব জ্বালানিতে রূপান্তর ভারতকে জ্বালানি সরবরাহকারী দেশে পরিণত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।