মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

June 29, 2024 9:26 PM

printer

সঞ্জয় ঝা, জনতা দল ইউনাইটেড JDU এর কার্য্যনির্বাহী সভাপতি নিযুক্ত হয়েছেন।

সঞ্জয় ঝা, জনতা দল ইউনাইটেড JDU এর কার্য্যনির্বাহী সভাপতি নিযুক্ত হয়েছেন। আজ দিল্লীতে দলে জাতীয় কর্মসমিতির বৈঠকে শ্রী ঝা কে এই দায়িত্ব দেওয়া হয়। উপস্থিত ছিলেন, সাংসদ, মন্ত্রী, সাধারণ সম্পাদক, রাজ্য সভাপতিরা। বিহারে ২০২৫ এর বিধানসভা নির্বাচনের জন্য দল এগোবে বলে শ্রী ঝা সাংবাদিকদের জানিয়েছেন। এদিকে জেডিইউ ফের কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যকে বিশেষ মর্যাদা বা বিশেষ আর্থিক প্যাকেজ দেবার দাবি জানিয়েছে। বিশয়টি নিয়ে দলের সাংসদরা শীঘ্রই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে দলের নেতা, বিহারের মন্ত্রী অশোক চৌধরী জানিয়েছেন।