মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 5, 2025 11:51 AM

printer

সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে আগামী চারদিন বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা

সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে আগামী চারদিন বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই ৫ জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন, আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত।

এদিকে, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে আজ ভোরে কলকাতা ও সংলগ্ন এলাকায় বহুক্ষণ বৃষ্টি হয়।

অন্যদিকে, ভাগীরথী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায়, নদীয়ার শান্তিপুর সহ বিভিন্ন জায়গায় নদীর পারে ভাঙন দেখা দিয়েছে। বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরো ভয়ানক হবে বলে স্থানীয়দের আশঙ্কা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।