সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে আগামী চারদিন বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই ৫ জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন, আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত।
এদিকে, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে আজ ভোরে কলকাতা ও সংলগ্ন এলাকায় বহুক্ষণ বৃষ্টি হয়।
অন্যদিকে, ভাগীরথী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায়, নদীয়ার শান্তিপুর সহ বিভিন্ন জায়গায় নদীর পারে ভাঙন দেখা দিয়েছে। বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরো ভয়ানক হবে বলে স্থানীয়দের আশঙ্কা।