মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 6, 2025 12:39 PM

printer

সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর তৈরি একটি ঘূর্ণাবর্তর কারণে আজও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর তৈরি একটি ঘূর্ণাবর্তর কারণে আজও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।  

দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, নদীয়া এবং হাওড়া জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে।

এদিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে গতরাত থেকে কলকাতা, দুই ২৪ পরগনা হাওড়া এবং হুগলি জেলার বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি  থেকে ভারি বৃষ্টি হচ্ছে।

দক্ষিণ ২৪ পরগণার উপকূলবর্তী এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলেমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সুন্দরবন এলাকায় ঝড়বৃষ্টির পরিমাণ বেশি। লাগাতার বৃষ্টিতে ইতোমধ্যে জলমগ্ন চাষের জমি। নতুন কোরে বৃষ্টির ফলে ধান চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।  

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের ৪ ডিগ্রি নীচে, ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।