August 30, 2025 12:22 PM

printer

সংস্কারের কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় বন্ধ থাকবে

সংস্কারের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাঁতরাগাছি রেল স্টেশন এর কাছে কোনা এক্সপ্রেসওয়েতে রাস্তায় নতুন স্টিলের বিম প্রতিস্থাপন এবং সাধারণের সুরক্ষায় সেতু সংস্কারের কাজের জন্য  দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে   আগামীকাল ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত কোন যানবাহন চলাচল করবে না।  কলকাতা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সময়ে সেতুর উপর দিয়ে চলাচলকারী যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে।