মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 30, 2025 10:03 PM

printer

সংসদ সদস্য অভিনেত্রী হেমামালিনীর নেতৃত্বে এনডিএ প্রতিনিধিদল পদপিষ্ট হওয়ার কারণ অনুসন্ধানের জন্য একদিনের করুর সফরে করছেন।

সংসদ সদস্য অভিনেত্রী হেমামালিনীর নেতৃত্বে এনডিএ প্রতিনিধিদল পদপিষ্ট হওয়ার কারণ অনুসন্ধানের জন্য একদিনের করুর সফরে করছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে দেখা করেন। গতকাল, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল. মুরুগানও করুর-এর এই ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের  সঙ্গে দেখা করেন।

এদিকে, ঘটনায় জড়িত তিনজনকে তামিলনাড়ু পুলিশ গ্রেপ্তার করেছে। দলীয় নেতা মাধিয়াঝাগান এবং মাসি পাভুনরাজকে গতকাল সন্ধ্যায় করুর পুলিশ তলব করে। মিথ্যা সংবাদ ছড়ানর জন্য ফেলিক্স জেরাল্ড  নামে একজন ইউটিউবারকেও গ্রেপ্তার করা হয়েছে।