সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন,নির্বাচিত নেতাদের উচিৎ সংসদ এবং বিধানসভার মান – মর্যাদা রক্ষা করা। দিল্লি বিধানসভার প্রথম অধ্যক্ষ ছত্রিলাল গোয়েলের ৯৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন,বহু নেতা, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে অভব্য মন্তব্য করে থাকেন।গণতন্ত্রের মর্যাদা রক্ষায় পূর্বসূরিদের দেখানো পথ অনুসরনের জন্য নব নির্বাচিত সাংসদ ও বিধায়কদের পরামর্শ দেন তিনি। গনতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগনের বিশ্বাসকে সুরক্ষিত রাখতে সংসদ ও বিধানসভাগুলির কাজকর্ম সুষ্ঠুভাবে চলা প্রয়োজন বলেও মত প্রকাশ করেন তিনি।
Site Admin | September 1, 2025 7:58 PM
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন,নির্বাচিত নেতাদের উচিৎ সংসদ এবং বিধানসভার মান – মর্যাদা রক্ষা করা।
