সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন সংসদের বাদল অধিবেশন দেশ এবং সরকারের জন্য অত্যন্ত ফলপ্রসূ ছিল। নতুনদিল্লিতে আজ অধিবেশন শেষ হওয়ার পর সংসদ ভবনে সাংবাদিকদের রিজিজু বলেন, অনেক নতুন সাংসদকে সংসদে কথা বলতে দেওয়া হয়নি এবং এর জন্য বিরোধী দলগুলিই দায়ী। বিরোধী দলের সাংসদরা প্রচুর ব্যাঘাত ঘটিয়েছে এবং আলোচনার জন্য নির্ধারিত সময়ে অংশগ্রহণ করেনি। তাঁরা মহাকাশ স্টেশন থেকে ফিরে আসা প্রথম ভারতীয় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে অভিনন্দন জানাতে না দেওয়ায় মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, প্রতিবাদ করা বা ভিন্নমত পোষণ করা মত প্রকাশের একটি গণতান্ত্রিক উপায়, কিন্তু সংসদে সরকারকে কাজ করতে বাধা দেওয়া এবং বাধা দেওয়াও অগণতান্ত্রিক।
বাদল অধিবেশন চলাকালীন, লোকসভায় কাজ হয়েছে ৩১ শতাংশ এবং রাজ্যসভায় ৩৯ শতাংশ। অধিবেশন চলাকালীন লোকসভায় ১৪টি বিল পেশ করা হয়েছিল। লোকসভা ১২টি বিল এবং রাজ্যসভা তথা সংসদে ১৫টি বিল পাস করেছে।