মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 6, 2025 9:14 PM

printer

সংসদে সমুদ্রপথে পণ্য পরিবহণ বিল-২০২৫ পাশ হয়েছে।

সংসদে সমুদ্রপথে পণ্য পরিবহণ বিল-২০২৫ পাশ হয়েছে। রাজ্যসভায় আজ এটি অনুমোদিত হয়। লোকসভায় আগেই এই বিল পাস হয়েছে। ১৯২৫ সালের এসংক্রান্ত আইনের পরিবর্তে এই বিল আনা হয়েছে।  কোনো বন্দর থেকে পরিবাহিত পণ্যের দায়দায়িত্ব, অধিকার নিশ্চিত করার সংস্থান রয়েছে এই বিলে। এতে কেন্দ্রীয় সরকারকে বিলের বিধানগুলি কার্যকর করার নির্দেশ জারি এবং বিল অফ লেডিং-এর জন্য প্রযোজ্য নিয়ম সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে।

   উল্লেখ্য, বিল অফ লেডিং হল একটি নথি যেখানে পণ্যের ধরন, পরিমাণ, এবং কোথায় তা পাঠাতে হবে সে সংক্রান্ত বিবরণ লেখা থাকে।   

     আলোচনায় অংশ নিয়ে  জাহাজ চলাচল প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন এই বিলটি ১০০ বছরের পুরনো আইনকে বাতিল ও বদলের উদ্দেশে আনা হয়েছে।  এর লক্ষ্য হল ব্যবসা বানিজ্য আরও সহজতর করা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।