সংসদে লোকসভায় আজ অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা হবার কথা আছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আগেই জানান, বর্তমান বাদল অধিবেশনে পহেলগামে জঙ্গী হামলা এবং অপারেশন সিন্দুরের প্রসঙ্গে ভারতের বক্তব্য নিয়ে আলোচনা হবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সভাপতিত্বে Business Advisory Committeeর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। লোকসভায় বিতর্কের জন্য ১৬ ঘন্টা সময় বরাদ্দ করা হয় এবং রাজ্যসভা আগামীকাল ১৬ ঘন্টা আলোচনা করবে। মন্ত্রী আরও বলেন বিরোধী দলগুলি অপারেশন সিন্দুর নিয়ে আলোচনার দাবি জানিয়ে আসছিল এবং সরকার প্রথম দিন থেকেই এতে সম্মত ছিল।
Site Admin | July 28, 2025 11:22 AM
সংসদে লোকসভায় আজ অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা হবার কথা আছে।
