সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে আগামীকাল থেকে। চলবে ৪ঠা এপ্রিল পর্যন্ত। মোট কুড়িদিন অধিবেশন হবে বলে জানানো হয়েছে। এই পর্বে ব্যয় অনুমোদন বিল পেশ করা হবে। এছাড়া ২০২৫-২৬ সালের ব্যয় বরাদ্দ নিয়ে আলোচনা হবে। ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল, কোস্টাল শিপিং বিল, ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় বিল, অভিবাসন ও বিদেশী আইন বিল এবারের অধিবেশনে অনুমোদনের জন্য পেশ করা হতে পারে।
উল্লেখ্য, বাজেট অধিবেশনের প্রথম পর্ব শুরু হয়েছিল গত ৩১ শে জানুয়ারি। চলেছিল ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত।