December 2, 2025 5:26 PM

printer

সংসদে আজ মণিপুর পণ্য পরিষেবা কর দ্বিতীয় সংশোধনী বিল ২০২৫ পাশ হয়েছে

সংসদে আজ মণিপুর পণ্য পরিষেবা কর দ্বিতীয় সংশোধনী বিল ২০২৫ পাশ হয়েছে। রাজ্যসভায় আজ আলোচনার পর বিলটি পাশ হলে ফের লোকসভায় পাঠানো হয়েছে। লোকসভায় বিলটি গতকাল পাশ হয়। ২০১৭ সালের মণিপুর পণ্য ও পরিষেবা কর আইনের সংশোধনের সংস্হান রয়েছে এই বিলে। কেন্দ্রের নতুন জিএসটি স্ল্যাবের সঙ্গে সঙ্গতি রেখে মণিপুরে জিএসটি সংক্রান্ত নিময়নীতি কার্যকর করার উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছে। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বিলটি সভায় উত্থাপন করেন।

আলোচনার সূত্রপাত করে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, মনিপুরে শান্তি প্রতিষ্ঠা করে স্বাভাবিক জনজীবন সুনিশ্চিত করতে সরকার নিরলস কাজ চালিয়ে যাচ্ছে। রাজ্যের রাজস্ব কাঠামো উন্নত করে কর ব্যবস্থাকে শক্তিশালী করা জরুরী বলেও মত প্রকাশ করেন তিনি।

আলোচনায় যোগ দিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, অপ্রয়োজনীয় সমস্যা দূর করে বিলটি মণিপুরে সহজে ব্যবসার সুযোগ তৈরী করবে।