November 30, 2025 10:03 PM

printer

সংসদে আগামীকাল শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। সুষ্ঠুভাবে কাজ পরিচালনার জন্য আজ সরকার সব রাজনৈতিক দলের কাছে আবেদন জানায়

সংসদের শীতকালীন অধিবেশন আগামীকাল শুরু হবে। ১৯ দিনের এই অধিবেশনে ১৫ বার সভা বসার কথা।

জাতীয় মহাসড়ক সংশোধনী বিল , পারমাণবিক শক্তি সংক্রান্ত বিল, বীমা আইন সংশোধনী বিল এবং ভারতের উচ্চ শিক্ষা কমিশন ২০২৫ এর মতো মোট ১৩টি বিল এই অধিবেশনে উত্থাপিত হবে।

লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় আবগারি সংশোধনী বিল উত্থাপন করবেন। 

এদিকে,সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে সরকার  সংসদের অ্যানেক্স ভবনে   আজ একটি সর্বদলীয় বৈঠক করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ৩৬ টি রাজনৈতিক দলের ৫০ জন নেতা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন,ইতিবাচক পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শীতকালীন অধিবেশনে উভয় কক্ষের কাজকর্ম  সুষ্ঠুভাবে চালানোর জন্য সরকার সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে সরকার সহযোগিতার আহ্বান জানিয়েছে।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসন্ন অধিবেশনে সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।