মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 9, 2025 9:54 PM

printer

সংসদে আগামীকাল বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে।

সংসদে আগামীকাল বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে। আগামী চৌঠা এপ্রিল পর্যন্ত চলা এই অধিবেশনে ২০-টি সভা হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামীকাল মণিপুরের জন্য বাজেট পেশ করবেন। গতমাসে মুখ্যমন্ত্রী এম বীরেন সিং পদত্যাগ করার পর সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে ২০২৫-২৬-এর ব্যয় বরাদ্দ নিয়ে আলোচনা হবে। অর্থ সংক্রান্ত বিষয় ছাড়াও ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল, কোস্টাল শিপিং বিল-২০২৪ , অভিবাসন ও বিদেশী বিল ২০২৫ এবং রেলওয়ে সংশোধনী বিলও আলোচনার জন্য এই পর্বে পেশ করা হবে।

 বাজেট অধিবেশনের প্রথম পর্যায় চলেছিল ৩১-শে জানুয়ারী থেকে ১৩-ই ফেব্রুয়ারী পর্যন্ত।এছাড়াও ওয়াকফ সংশোধনী বিল ২০২৪-এর ওপর যুগ্ম কমিটির রিপোর্টও লোকসভায় পেশ করা হবে।