December 19, 2025 10:10 PM

printer

সংসদের শীতকালীন অধিবেশন আজ শেষ হয়েছে

সংসদের উভয় সভার অধিবেশন, আজ অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেছে। পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৯ দিন চললো এই অধিবেশন। আজ প্রথমে লোকসভা ও পরে রাজ্যসভা মুলতুবি হয়ে যায়।  

মুলতুবি হওয়ার আগে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, এবার ১৫’টি অধিবেশনে ১১১ শতাংশ কাজ হয়েছে। সভা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল সদস্যকে অভিনন্দন জানান তিনি।

সমাপ্তি ভাষণে রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণান বলেন, উচ্চকক্ষে এবারের অধিবেশনে ৯২ ঘন্টায় ১২১ শতাংশ কাজ হয়েছে। বিভিন্ন ঐতিহাসিক এবং গণতান্ত্রিক ইস্যুতে সদর্থক আলোচনায় সদস্যরা অংশ নিয়েছেন। বন্দে মাতরম্‌-এর সার্ধশতবর্ষ নিয়ে বিশেষ আলোচনায় নিজেদের বক্তব্য রেখেছেন ৮২ জন সদস্য।               

শ্রী রাধাকৃষ্ণান গতকাল বিরোধী সদস্যদের বিক্ষুব্ধ আচরণে সভার কাজ ব্যাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

লোকসভার অধ্যক্ষ  ওম বিড়লা আজ সংসদের শীতকালীন অধিবেশন শেষ হওয়ার পর সংসদ ভবনে তার কক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অর্জুন রাম মেঘওয়াল এবং কে রামমোহন নাইডু, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, এনসিপি (এসপি) সাংসদ সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদব, এলজেপি (রাম বিলাস) প্রধান চিরাগ পাসওয়ান সহ একাধিক সাংসদ অংশগ্রহণ করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।