December 1, 2025 1:36 PM

printer

সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই দফায় দফায় ব্যাহত লোকসভার কাজ

সংসদে শীতকালীন অধিবেশন আজ শুরু হয়েছে। ১৯ দিনের অধিবেশনে মোট ১৫ বার সভা বসবে। আজ সকাল ১১ টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা, প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র, অবসরপ্রাপ্ত কর্নেল সোনা রাম চৌধুরী, অধ্যাপক বিজয় কুমার মালহোত্রা এবং রবি নায়েকের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানান। তাদের শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতাও পালন করা হয়। এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু হলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যরা স্লোগান দিতে শুরু করেন। অধ্যক্ষ বিরোধীদের আচরণে অসন্তোষ প্রকাশ করে সভার কাজ সুষ্ঠুভাবে চলতে দেওয়ার জন্য অনুরোধ জানান। পরিস্থিতি একইরকম থাকায় সভার কাজ প্রথমে বেলা ১২ টা এবং পরে দুপুর ২ টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়।

এদিকে, সকালে রাজ্যসভার অধিবেশন শুরু হলে জম্মু কাশ্মীরের নবনির্বাচিত সদস্য গুরবিন্দর সিং ওবেরয়, চৌধুরী মহম্মদ রামজান এবং সজ্জাদ আহমেদ কিচলু শপথ নেন। উপরাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথমবার সি পি রাধাকৃষ্ণাণ রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানান। তিনি বলেন, নতুন চেয়ারম্যানের পথ নির্দেশে সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হবে।

ডেপুটি চেয়ারম্যান হরিবংশও সি পি রাধাকৃষ্ণাণকে স্বাগত জানান।