সংসদের শীতকালীন অধিবেশনের আগে আগামী রবিবার ৩০ শে নভেম্বর সরকার এক সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে। শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কথা আগামী সোমবার। সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকবেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং বিভিন্ন দলের নেতারা। রাজ্যসভা এবং লোকসভার শীতকালীন অধিবেশন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই লক্ষ্যেই এই বৈঠকে আলোচনা হওয়ার কথা।
উল্লেখ্য, পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৯শে ডিসেম্বর পর্যন্ত এবারের অধিবেশন চলবে। এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পেশ করার সম্ভবনা রয়েছে।