মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 21, 2025 11:27 AM

printer

সংসদের বাদল অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে।

সংসদের বাদল অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। চলবে ২১শে আগস্ট পর্যন্ত।  অপারেশন সিন্দুরের পর এটিই প্রথম সংসদ অধিবেশন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন যে এই অধিবেশনে গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন এবং অন্যান্য বিষয়গুলি উত্থাপনের জন্য চিহ্নিত করা হয়েছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে অধিবেশনে, সতেরোটি বিল নিয়ে আলোচনা এবং অনুমোদনের চেষ্টা করা হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে জন বিশ্বাস সংশোধনী বিল,  দ্য ন্যাশানাল স্পোর্টস গভরনেন্স বিল, এবং মার্চেন্ট শিপিং বিল – ২০২৪ সহ গুরুত্বপূর্ণ আইনগুলি উত্থাপন করা হবে। সরকার জানিয়েছে যে তারা সংসদে উত্থাপিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করতে প্রস্তুত।

গতকাল, সরকার সংসদের উভয় কক্ষের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করার জন্য একটি সর্বদলীয় বৈঠক করেছে। অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিরোধী দলগুলির সহযোগিতা কামনা করার জন্য এই বৈঠকটি ডাকা হয়েছিল। লোকসভা এবং রাজ্যসভার প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সভায় উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যসভায় নেতা জেপি নাড্ডার সভাপতিত্বে এই বৈঠকে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডঃ এল মুরুগান উপস্থিত ছিলেন। এছাড়াও, কংগ্রেসের গৌরব গগৈ এবং প্রমোদ তিওয়ারি, এনসিপি-এসসিপির সুপ্রিয়া সুলে, ডিএমকে-র তিরুচি শিবা, সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব, ডিএমকে-র টি আর বালু এবং আপের সঞ্জয় সিং বৈঠকে উপস্থিত ছিলেন।