সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠকের আয়োজন করে। সংসদের উভয় কক্ষের কাজ সুষ্ঠুভাবে চালানোর লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাওয়া হয়। বিভিন্ন রাজনৈতিক দলের পরিষদীয় নেতারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য সভার নেতা J P নাড্ডা এর পৌরোহিত্য করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, প্রতিমন্ত্রী অরজুন রাম মেঘওয়াল এবং ড. এল মুরুগন ছাড়াও, কংগ্রেসের গৌরব গগোই এবং প্রমোদ তিওয়ারি, NCP-SCP-র সুপ্রিয়া সুলে, DMK’র তিরুচি শিবা ও টি আর বালু, সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব এবং আপ এর সঞ্জয় সিং বৈঠকে যোগ দেন। উল্লেখ্য আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদে বাদল অধিবেশন। চলবে ২১ শে আগস্ট পর্যন্ত।
বৈঠকের পর সাংবাদিকদের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন গঠনমূলক এই বৈঠকে বিভিন্ন দলের পরিষদীয় নেতৃবৃন্দ নিজ নিজ দলের অবস্থান এবং এই অধিবেশনে তারা যে বিষয়গুলি উত্থাপন করতে চান সে বিষয়ে জানিয়েছেন। উভয় কক্ষে যাতে যথাযথ কাজ করা যায়, সেটি নিশ্চিত করার জন্য বিরোধী দলকে অনুরোধ করেছে সরকার । মন্ত্রী বলেন, শাসক এবং বিরোধী দলগুলির সমন্বয় বজায় রেখে একযোগে কাজ করা উচিত।
সরকার সংসদের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে উত্থাপন করতে চায়। জনবিশ্বাস সংশোধনী বিল ২০২৫, জাতীয় ক্রীড়া প্রশাসন বিল ২০২৫ এবং মার্চেন্ট শিপিং বিল ২০২৪-এর মত গুরুত্বপূর্ণ বিষয়গুলি সভায় আলোচনার জন্য পেশ করা হবে বলে ধারণা করা হচ্ছে।