সংসদের দুই কক্ষে আজ লেডিং বিল ২০২৫ পাশ করা হল। চলতি বছরের মার্চ মাসে লোকসভায় এই বিলটি পাশ করা হয়। নথিপত্র পাঠানোর আইনি পরিকাঠামো আপডেট ও সরলীকরণের জন্য ইন্ডিয়ান বিলস অফ লেডিং অ্যাক্ট, ১৮৫৬-এর বদলে এই বিলটি পাশ করা হয়েছে।
Site Admin | July 21, 2025 6:48 PM
সংসদের দুই কক্ষে আজ লেডিং বিল ২০২৫ পাশ করা হল।
