সংযুক্ত আরব আমিরশাহী জুড়ে ভারতীয় মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতিতে গতকাল দুবাইয়ে the indian woman dubai পুরস্কার দেওয়া হয়। দুবাইয়ের তাজ এক্সোটিকা পামজুমেরিয়াতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ভারতীয় মহিলাদের ক্ষমতায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য এবং সংহতির স্বীকৃতিতে ত্রিশটিরও বেশি পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। প্রযুক্তিবিদ্যা, স্বাস্থ্য পরিষেবা শিল্পকলা এবং উদ্যোগপতি মহিলাদের সম্বর্ধনা দেওয়া হয়। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রদূত সঞ্জয় সুধীরের স্ত্রী বন্দনা সুধীর তাঁর বক্তব্যে দুবাইয়ে ভারতীয় মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের কথা তুলে ধরেন । বলিউড অভিনেত্রী সামিরা রেড্ডি এক মর্মস্পর্শী ভাষণে সংযুক্ত আরব আমিরশাহিতে মহিলাদের সমবেত সংহতির কথা তুলে ধরেন। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজক ছিলেন ইন্ডিয়ান ওমেন দুবাই I W D-র প্রতিষ্ঠাতা রিমা মহাজন।
Site Admin | September 15, 2024 3:50 PM
সংযুক্ত আরব আমিরশাহী জুড়ে ভারতীয় মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের অবদানকে সম্মানিত করেছে।
