সংযুক্ত আরব আমিরশাহীর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় আপোষহীন অবস্থান তুলে ধরার পর, শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বাধীন প্রতিনিধিদল কঙ্গোর উদ্দেশ্যে রওনা হয়েছে। এই প্রতিনিধিদল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রতি সমর্থনের জন্য সংযুক্ত আরব আমিরশাহীর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
অন্যদিকে, বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন প্রতিনিধিদল গতকাল বাহরিনে পৌঁছেছে। বাহরিনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত তাদের স্বাগত জানান। প্রতিনিধিদলটি সীমান্তর ওপর প্রান্ত থেকে মদত দেওয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরবে। জঙ্গিদের বিরুদ্ধে ভারতের অব্যাহত সংগ্রামের বিষয়ে জানাতে প্রতিনিধিদলটি সৌদি আরব, কুয়েত এবং আলজেরিয়াও সফর করবে। আর-ও একটি দল কংগ্রেস সংসদ শশী থারুরের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্টের উদ্দেশে রওনা হয়েছে। এই প্রতিনিধিদলটি মার্কিন যুক্তরাষ্টের পর পানামা, গায়ানা, ব্রাজিল এবং কলম্বিয়া সফর করবে। রওনা দেবার আগে শ্রী থারুর বলেন, ভারত দৃঢ়ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে।
বিজেপি সাংসাদ রবী শঙ্কর প্রসাদের নেতৃত্বে সপ্তম প্রতিনিধি দলটি আজ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইইউ, ইতালি এবং ডেনমার্ক সফরে যাত্রা করবে।