July 11, 2024 12:21 PM

printer

সংযুক্ত আরব আমিরশাহীতে কাজে গিয়ে গুরুতর অসুস্থ ভারতীয় নাগরিক সিবিমোন বাবুকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আবুধাবির ভারতীয় দূতাবাস যথাসম্ভব সাহায্য করছে।

সংযুক্ত আরব আমিরশাহীতে কাজে গিয়ে গুরুতর অসুস্থ ভারতীয় নাগরিক সিবিমোন বাবুকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আবুধাবির ভারতীয় দূতাবাস যথাসম্ভব সাহায্য করছে।

চলতি বছরের গোড়ার দিকে ওই ব্যক্তি ‘ভিসিট ভিসা’য় আমিরশাহী যান।

স্থানীয় একটি রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করছিলেন তিনি। গত ২২শে এপ্রিল তিনি হৃদরোগে আক্রান্ত হন। ভারতীয় দূতাবাসের তরফে তাঁর চিকিতসায় সহায়তার পাশাপাশি পাসোপোর্ট’টিও নিয়োগকর্তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে।  

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।