সংবিধান প্রণেতা বাবাসাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের ৭০ তম মহাপরিনির্বাণ দিবসে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। সংসদভবন প্রাঙ্গনে প্রেরণা স্থলে বাবা সাহেবের প্রতিমূর্তির সামনে ডক্টর আম্বেদকার ফাউন্ডেশন (ডিএএফ) এবং সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রকের পক্ষ থেকে আজ তাঁর মৃত্যু বার্ষিকীতে এক বিশেষ অনুষ্ঠানর আয়োজন করা করা হয়েছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার উপাধক্ষ হরিবংশ নারায়ণ সিং, বিরোধী দলনেতা এবং সাংসদ ও অন্য বিশিষ্ট ব্যক্তিরা সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করে ডক্টর আম্বেদকারের প্রতি শ্রদ্ধা অর্পণ করবেন। জনসাধারণও সংসদভবনের প্রাঙ্গনে ডক্টর বি আর আম্বেদকারের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানাতে পারবেন। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের পক্ষে ডক্টর আম্বেদকার ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করেছে। ডিএএফ-এর সদস্য সচিব ভি. আপ্পারাও ও ডিরেক্টর মনোজ তিওয়ারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, সামাজিক ন্যায়, সাম্য ও গণতন্ত্রের সম্পর্কে ডক্টর বি আর আম্বেদকারের ভাবধারা আজও সমান প্রাসঙ্গিক। তাঁর এই ভাবাদর্শে দিক্ষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান সরকার সব কা সাথ সব কা বিকাশ সব কা বিশ্বাস ও সব কা প্রয়াসের মন্ত্র গ্রহণ করেছে।