সংবিধানের সংস্থান মেনে নির্বাচন কমিশন, ২০২৫ এর উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেক্টোরাল কলেজ তালিকা চূড়ান্ত করেছে। রাজ্যসভা ও লোকসভার নির্বাচিত সদস্য এবং রাজ্যসভার মনোনীত সদস্যদের নিয়ে গঠিত ইলেক্টোরাল কলেজের মাধ্যমেই দেশের উপরাষত্রপতি নির্বাচন হয়ে থাকে। নির্বাচন কমিশনকে ইলেক্টোরাল কলেজের সদস্যদের সাম্প্রতিক ঠিকানা সহ নামের তালিকা তৈরী এবং তাকে সময়ের সঙ্গে সঙ্গে পরিমার্জন করতে হয়। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারীর পর নির্বাচন কমিশনের কাউন্টার থেকে এটি কিনতে পাওয়া যাবে। সংবিধানের ৩২৪ নম্বর ধারা অধীনে নির্বাচন কমিশন, দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পাদন করে থাকে।