মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 5, 2024 12:35 PM

printer

সংঘর্ষদীর্ণ গাজার মধ্যাঞ্চলে প্রথম পর্যায়ে ১ লক্ষ ৮৭ হাজার শিশুকে পোলিও টীকা দেওয়া হয়েছে।

সংঘর্ষদীর্ণ গাজার মধ্যাঞ্চলে প্রথম পর্যায়ে ১ লক্ষ ৮৭ হাজার শিশুকে পোলিও টীকা দেওয়া হয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিশ্ব স্বাস্হ্য সংগঠন WHO –র মহা নির্দেশক ট্রেড্রস আধানম ঘেবরেইসুস একথা জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মানবিক সমন্বয় বিষয়ক মন্ত্রক OCHA জানিয়েছে, আজ থেকে তিনদিন দক্ষিণ গাজায় টীকাকরণ চলবে। তারপর উত্তর গাজায় শিশুদের পোলিও টীকা দেওয়া হবে। সর্ব মোট  ৬ লক্ষ ৪০ হাজারের বেশি শিশুকে পোলিও টীকা দেওয়ার উচ্চাকাঙ্খী লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

এদিকে, ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েলী সেনা অভিযানে ৩৩ জন প্যালেস্তিনীয়র এপর্যন্ত মৃত্যু হয়েছে। আহত ১৪০। এক সপ্তাহ আগে এই অভিযান শুরু করে ইজরায়েলের সেনা বাহিনী।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।