ষোড়শ জাতীয় ভোটার দিবসে আগামীকাল নির্বাচন কমিশন নতুন দিল্লিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধান অতিথি হিসেবে সেখানেই উপস্থিত থাকবেন। নতুন ভোটারদের হাতে ভোটার পরিচয়পত্র বা এপিক কার্ড তুলে দেবেন তিনি। এবারের ভোটার দিবসের মূল ভাবনা ‘মাই ইন্ডিয়া, মাই ভোট’ এবং স্লোগান ‘সিটিজেন অ্যাট দ্য হার্ট অব ইন্ডিয়ান ডেমোক্রেসি’।
রাজ্য স্তরে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার ধনধান্যে অডিটরিয়ামে। দুপুরে ওই অনুষ্ঠানে রাজ্যের SIR কাজে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করায় প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত BLO দের পুরস্কৃত করা হবে।