মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 18, 2025 12:15 PM

printer

ষোড়শ অর্থ কমিশনের সদস্যরা গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাত্ করেন

ষোড়শ অর্থ কমিশনের সদস্যরা গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাত্ করেন। দলের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান ডক্টর অরবিন্দ পানাগড়িয়া। পরে সামাজিক মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু জানান, বৈঠকের সময়ে অর্থ কমিশন ২০২৬ থেকে ৩১ সালের জন্য তাদের রিপোর্ট জমা দিয়েছে।

উল্লেখ্য, সংবিধানের ২৮০ নম্বর ধারার এক নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি এই যোড়শ অর্থ কমিশন গঠন করেন। অর্থ মন্ত্রক জানিয়েছে, কমিশন তাদের মেয়াদকালে কেন্দ্র ও রাজ্যগুলির অর্থনীতি বিভিন্ন দিক বিশদে পর্যালোচনা করবে। কেন্দ্র, রাজ্য সরকার, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে বিস্তারিত আলাপ আলোচনার পর তারা রিপোর্ট পেশ করবে।

সংবিধানের ২৮১ নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে রিপোর্টটি পেশ করলে জনগণ তা দেখতে পাবেন।