August 1, 2025 2:01 PM

printer

শ্রী বুদ্ধ অমরনাথ যাত্রা সুষ্ঠভাবে চলছে। ভগবতী নগর বেস ক্যাম্প থেকে আজ ভোরে ২৭টি গাড়ির কনভয়ে মোট ১ হাজার ৩৫২ জন তীর্থযাত্রীর আরো একটি দল রওনা দিয়েছে।

শ্রী বুদ্ধ অমরনাথ যাত্রা সুষ্ঠভাবে চলছে। ভগবতী নগর বেস ক্যাম্প থেকে আজ ভোরে ২৭টি গাড়ির কনভয়ে মোট ১ হাজার ৩৫২ জন তীর্থযাত্রীর আরো একটি দল রওনা দিয়েছে। তীর্থযাত্রীদের এই নতুন দলটিতে মোট ৮৯২ জন পুরুষ৪৩৪ জন মহিলা  ২৬ জন শিশু রয়েছে। এদিকেখারাপ আবহাওয়ার জন্য আজ জম্মু থেকে অমরনাথ যাত্রার জন্য কোনও নতুন দল রওনা হতে পারেনি। রক্ষণাবেক্ষণের কাজের জন্য পাহেলগাঁও রুট এখনও বন্ধ রয়েছে। উল্লেখযোগ্যভাবেএই মরসুমে এখনো পর্যন্ত মোট ৪ লক্ষ ১ হাজার ৬৭৭ জন তীর্থযাত্রী অমরনাথ যাত্রা সম্পন্ন  করেছেন। প্রসঙ্গতপবিত্র শ্রাবণ মাসে অমরনাথ গুহায় মহাদেবের আশীর্বাদ পেতে গোটা দেশ থেকে তীর্থযাত্রীরা অমরনাথ যাত্রায় অংশ নিচ্ছেন।