December 2, 2025 9:46 PM

printer

শ্রীলঙ্কায় মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর জন্য পাকিস্তানের বিমানকে ভারত তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি বলে সে-দেশের দাবি মিথ্যা বলে খারিজ করে দিয়েছে ভারত।

শ্রীলঙ্কায় মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর জন্য পাকিস্তানের বিমানকে ভারত তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি বলে সে-দেশের দাবি মিথ্যা বলে খারিজ করে দিয়েছে ভারত। পাকিস্তানের দাবিকে ভারতবিরোধী ভুয়ো তথ্য ছড়ানোর আরেক অপচেষ্টা বলে উল্লেখ করেছে বিদেশমন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, আকাশপথে শ্রীলঙ্কায় ত্রাণ সরবরাহ করার জন্য পাকিস্তানের অনুরোধ গতকাল স্থানীয় সময় দুপুর একটার সময় ইসলামাবাদে ভারতের হাই কমিশনের কাছে পৌঁছয়। মানবিকতার খাতিরে, এবং পরিস্থিতির গুরুত্ব অনুধাবন ক’রে ভারতের আকাশসীমা ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয় এবং বিকেল সাড়ে পাঁচটার সময় উড়ানটির যাত্রা অনুমোদন করা হয়।

শ্রীলঙ্কার এই কঠিন পরিস্থিতিতে ভারত সর্বতোভাবে প্রতিবেশী দেশের পাশে থাকবে বলে শ্রী জয়সওয়াল কেন্দ্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।