September 22, 2024 4:27 PM

printer

শ্রীলঙ্কায় কড়া নিরাপত্তার মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা চলেছে।

শ্রীলঙ্কায় কড়া নিরাপত্তার মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা চলেছে। গণনার প্রাথমিক গতিপ্রকৃতি অনুসারে National People’s Power-এর নেতা  অনুরা কুমারা দিসানায়েকে পোস্টাল ব্যালটে অন্যান্য প্রার্থীদের থেকে এগিয়ে আছেন। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, বামপন্থী নেতা দিসানায়েকে পোস্টাল ব্যালটে ৪৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। এরপরই সামাগি জানা বালা ওয়েগায়া জোটের প্রার্থী সাজিথ প্রেমাদাসা ৩০ শতাংশ ভোট পেয়েছেন। ভোট গণনার সময় অশান্তি এড়াতে রাষ্ট্রপতি সমগ্র দেশজুড়ে রাত্রি ১২-টা থেকে সকাল ৬ –টা পর্যন্ত নৈশ কার্ফিউ জারি করেছেন।