শ্রীলঙ্কায় আজ ভোরে একটি বাস দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে ও ৩৫ জনের বেশি আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শ্রীলঙ্কার কোটমালেতে যাত্রীবাহী বাসটির গতি বেশি থাকায় স্কিড করে পাহাড়ের খাতে পড়ে যায়। পুলিশ জানিয়েছে, বাসে ৫০ এর বেশি যাত্রী ছিলেন। রাস্তার খারাপ অবস্থা ও অতিরিক্ত গতিই দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে মনে করা হচ্ছে। পুলিশ, আপদকালীন পরিষেবা সংস্থা ও স্থানীয়দের সাহায্যে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
রোড ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।